মহেশতলায় পাঁচ তলার ছাদ থেকে যুবকের মারন ঝাঁপ
Young man jumps to death from the five-storey roof in Maheshtala

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটা মোড়ের ইডেন অ্যাপার্টমেন্ট নামে একটি পাঁচ তলার বিল্ডিং থেকে রাতে হঠাৎই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর ত্রিশের এক যুবক। আত্মহত্যা হলেও কলকাতা থেকে বাটা মোড়ের এই আবাসনে সে কেন এসেছিল কেনই বা সে আত্মহত্যার চেষ্টা করল? তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে তদন্তকারী আধিকারিকরা। পোশাক দেখে তাকে সম্ভ্রান্ত পরিবারের মনে হলেও ওই আবাসনের আবাসিকরা কেউই তাকে চিনতে পারছেন না।
প্রশ্ন উঠছে অজ্ঞাত পরিচয় কোনো এক ব্যক্তি অন্যত্র এসে এমন ঘটনা কেন ঘটাবে? ঘটনা ঘটার খানিক বাদেই মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আপাতত ওই আবাসনের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এসডিপিও কামরুদ্দিন মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। ওই আবাসনের ছাদ থেকে মহেশতলা থানার পুলিশ দুটি দামি মোবাইল ফোন, একটি লেদারের ব্যাগ এবং একজোড়া জুতো উদ্ধার করেছে। ওই ব্যাগে পাওয়া কার্ড অনুযায়ী ছেলেটির বাড়ি মানিক তলায় এবং তার নাম শেখ আশিক ইকবাল বয়স আনুমানিক ২৮ থেকে ৩২ এর মধ্যে। ওই আবাসনের আবাসিকদের বক্তব্য ওই সময় চারতলারই একটি ফাঁকা ফ্ল্যাটে বেশ কয়েকজন মিলে কোন বিষয় নিয়ে মিটিং করছিল। তবে সেই মিটিংয়ে এই যুবক ছিল কিনা তা তারা নিশ্চিত হয়ে বলতে পারছেন না। আপাতত ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহেশতলা থানার পুলিশ।