
The Truth of Bengal: তাপমাত্রা আপাতত কমার আশা নেই রাজ্যে। বরং চলতি সপ্তাহে পারদ কিছুটা ঊর্ধ্বমুখীই থাকবে। তবে সঙ্গে থাকবে কুয়াশা, মেঘলা আকাশ, এমনকি, বৃষ্টিও। আপাতত শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকার পূর্বাভাস দিয়েছে রাজ্য।
সোমবার থেকে ঘনকুয়াশা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আকাশ থাকবে মেঘলা। মঙ্গলবার থেকে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে কুয়াশা থাকবে। আকাশও থাকবে মেঘলা। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
শনিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার পর তাপমাত্রার পারদ আবার নিম্নমুখী হবে কি না, কনকনে শীত ফিরবে কি না তা এখনও স্পষ্ট নয়।