টুম্পা সোনা’-র পর এবার ‘জামাল কুদু’, বামেদের প্যারোডিতে আক্রমণ তৃণমূল-বিজেপিকে
Trinamool-BJP attacked in parodies of the Left

The Truth Of Bengal : টুম্পা সোনা’-র পর এবার ‘জামাল কুদু’। লোকসভা ভোটের প্রচারে রণবীর কাপুরের সুপারহিট সিনেমা ‘অ্যানিমাল’-র গানের সুর ব্যবহার করে প্যারোডি তৈরি করল বামফ্রন্ট। সেই গানে তৃণমূল ও বিজেপিকে বিঁধে অনেক কথা বলা হয়েছে। ‘জামাল কুদু’ গানের সুরে রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে ভোটের মুখে নেতাদের দলবদলকে বিদ্রূপ করা হয়েছে।
গানের ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজ্যের চাকরি দুর্নীতির কথা যেমন উঠে এসেছে, সেই সঙ্গে কয়লা-বালি পাচারের কথাও বলা হয়েছে। ধর্ম নিয়ে বিভাজনের মতো ইস্যুতে বিজেপিকেও সমান আক্রমণ শানানো হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারে ব্যবহার করার জন্য এই প্যারোডি বানিয়েছে বামেরা। সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে দলের সোশ্যাল মিডিয়ার পেজে।
নতুন বছরে একটি রাজনৈতিক প্যারোডি 🙂 pic.twitter.com/PPUoErKgPd
— Mayukh Biswas (@MayukhDuke) April 14, 2024
উল্লেখ্য, কিছুদিন আগে মুক্তি পাওয়া রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ সিনেমায় থাকা ‘জামাল কুদু’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই গানের সুরকে এবার হাতিয়ার করে ভার্চুয়াল জগতে প্রচারে ছাপ ফেলতে চাইছে বামেরা। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বামেদের ‘টুম্পা সোনা’ গানের প্যারোডি। তারপর বাংলা ব্যান্ড ভূমির ‘বারান্দায় রোদ্দুর’ গান নিয়েও প্যারোডি বানিয়েছিল বামেরা। এবার লোকসভা ভোটে বিখ্যাত গান ‘জামাল কুদু’। ইতিমধ্যে সাড়া ফেলেছে বামেদের ‘জামাল কুদু’ গানের সুর নিয়ে বানানো প্যারোডি।