রাজ্যের খবর

ফারাক্কায় ট্রেন অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

Train blockade in Farakka, passengers in extreme distress

Truth Of Bengal: ফারাক্কার সাঁকোপারা হল্ট স্টেশনে ট্রেন অবরোধ। কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ নানাবিধ দাবিতে শুক্রবার সকালে প্রায় ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মালদাগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুর গামী একটি প্যাসেঞ্জার ট্রেন।

ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রেল অবরোধ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয়। ট্রেন অবরুদ্ধ করে দেওয়ার পাশাপশি দফায় দফায় স্লোগান চলে। রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা প্রদান করা হয়। ঘটনাস্থলে পৌঁছান মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ। গ্রামবাসীদের দীর্ঘক্ষণ ট্রেন অবরোধের পর অবশেষে এক মাসের মধ্যে কাঠিহার এক্সপ্রেসের ট্রেনের স্টপেজের আশ্বাস দেওয়া হয়। তারপরেই অবরোধ তুলে নেওয়া হয়। যদিও এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসি। ট্রেন অবরোধ ঘিরে সৃষ্টি হয় ব্যাপক শোরগোল।

এরপর এই বিক্ষোভ ঠেকাতে এবং রেল পরিষেবা চালু করার জন্য ঘটনাস্থলে পৌঁছন মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ। দীর্ঘ সময় ধরে ট্রেন অবরোধের পর রেলের আধিকারিকদের পক্ষ থেকে কাটিহার এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার আশ্বাস দেওয়া হয় বিক্ষোভকারীদের। এরপর অবরোধ তুলে নেন তাঁরা।