রাজ্যের খবর

ট্রেনের চাদর আইনজীবীর ব্যাগে! সিউড়ি যাওয়ার পথে হাতেনাতে ধরা পড়লেন বিজেপি নেতা

গন্তব্যে পৌঁছে নিজের জামাকাপড় গুছিয়ে ব্যাগে ঢোকানোর সময় তিনি ট্রেনের চাদরও ব্যাগে ভরে ফেলেন বলে অভিযোগ।

Truth Of Bengal: এসি ট্রেনে যাত্রা করার সময় চাদর চুরির অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে হুগলির চুঁচুড়ার বাসিন্দা মৃন্ময় মজুমদারকে নিয়ে। পেশায় তিনি একজন আইনজীবী এবং এলাকায় বিজেপি নেতা হিসেবেও পরিচিত। জানা গিয়েছে, তিনি ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।

সূত্রের খবর, হুল এক্সপ্রেসে চেপে সিউড়ির আদালতে যাচ্ছিলেন মৃন্ময়। গন্তব্যে পৌঁছে নিজের জামাকাপড় গুছিয়ে ব্যাগে ঢোকানোর সময় তিনি ট্রেনের চাদরও ব্যাগে ভরে ফেলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের মধ্যেই বচসা শুরু হয়। একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক কোচ অ্যাটেনডেন্ট মৃন্ময়কে জানাচ্ছেন যে শুধুমাত্র টিকিট কাটা থাকলেই চাদর ব্যাগে নেওয়া যায় না। উত্তরে অভিযুক্তকে “সরি সরি” বলতে শোনা যায়। এরপর কোচ অ্যাটেনডেন্ট আরও বলেন, এই ধরনের ঘটনায় তাঁদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হয়। ওই সময় এক সহযাত্রী ঘটনার ভিডিয়ো করতে শুরু করলে তাঁকে প্রশ্ন করতে শোনা যায়—নিত্য যাত্রী হয়েও কীভাবে তিনি বেডশিট ব্যাগে ভরে নিলেন। সেই মুহূর্তে মৃন্ময় ওই যাত্রীর ক্যামেরা হাত দিয়ে বন্ধ করে দেন বলেও অভিযোগ।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন কটাক্ষ করে বলেন, একজন আইনজীবী ও বিজেপি নেতা যদি ট্রেনে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েন, তবে বিজেপি ক্ষমতায় এলে কী করবে, তা সহজেই বোঝা যায়।

Related Articles