রাজ্যের খবর

প্রাতঃভ্রমণের বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার, মৃত ৩

Three killed in tragic road accident while out on morning walk

Truth Of Bengal: মালদা:- সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত তিন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ি চালক। মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর ছড়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়। শনিবার সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়ারোড  কালীমন্দির এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও তুলসিহাটা গ্রামের পাঁচ জন ব্যক্তি ৩১ নং জাতীয় সড়কে প্রাতঃ ভ্রমণের জন্য বেরিয়েছিলেন। তুলসিহাটা থেকে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এসে তিন জনকে সজোড়ে ধাক্কা মেরে রাস্তার ধারে খালে পরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। মৃত তিন ব্যক্তির নাম দিলীপ সাহা বয়স( ৪৯), ফেকনা লাল রাম (৬০) ও সুরেশ খৈতান( ৬০)। প্রত্যেকের বাড়ি তুলসিহাটা গ্রামে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি দেখে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তুলসীহাটা গ্রামের বাসিন্দা অভিজিৎ গুপ্ত বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও আমাদের তুলসীহাঁটার ৫ জন ব্যক্তি প্রাতঃ ভ্রমনে এসেছিল কাবুয়ারোড এলাকায়। সেখানে কালীমন্দিরের পাশে দিলীপ সাহা, ফেকনা লাল রাম ও সুরেশ খৈতান ব্যায়াম করছিল হঠাৎ তুলসীহাটার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বারবার এইভাবে জাতীয় সড়কে অনেক যানবাহন দ্রুতগতিতে চলছে, যার কারণে বাড়ছে দুর্ঘটনা। প্রশাসনকে বলবো এগুলোর দিকে একটু নজর রাখতে।

Related Articles