একুশে জুলাই রাতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য
There was a sensation in the theft of an empty house on the night of July 21

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুর: বাবলু প্রামানিক : চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাদারাট এলাকায়।
জানা যায়, গত শনিবার রাতে দেবদাস বিশ্বাস, তার মা ও স্ত্রী মেয়েকে নিয়ে দীঘায় বেড়াতে যান। সোমবার ভোর পাঁচটা নাগাদ বাড়িতে ফিরে মাথায় হাত বিশ্বাস পরিবারের। বাড়িতে এসে দেখেন মেন গেটের দরজায় তালা ভাঙ্গা। নিচে ও উপরের দুটো ঘরের দরজা হাট করে খোলা রয়েছে। ভিতরে জিনিসপত্র লণ্ডভণ্ড। দেবদাস বিশ্বাসের ঘর থেকে চুরি গিয়েছে প্রায় নগদ ৪০ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা। তার মা সুজাতা বিশ্বাসের ঘর থেকে চুরি গিয়েছে নগদ দেড় লক্ষ টাকা ও বেশ কিছু কাঁসার বাসনপত্র ও মোবাইল ফোন। পরিচিত কেউ এই চুরির ঘটনায় যুক্ত আছে বলে আশঙ্কা করছেন বিশ্বাস পরিবার। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।