রাজ্যের খবর

উত্তর দিনাজপুরে জমি বিবাদকে ঘিরে তীব্র উত্তেজনা এলাকায়

There is intense tension in the area surrounding the land dispute in North Dinajpur

The Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, ইসলামপুর, উত্তর দিনাজপুর : ইসলামপুর থানার বলঞ্চা এলাকায় জমি বিবাদকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা যায়, জমির দখল নিতে গেলে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ দু-পক্ষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, উত্তর দিনাজপুরে ইসলামপুর থানার বলঞ্চা এলাকার বাসিন্দা মহম্মদ শের আলী ও এমেরুল মেতেবুলদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সোমবার মহম্মদ শের আলী জমির দখল নিতে গেলে এমেরুল মেতেবুলরা বাধা দেয় বলে অভিযোগ। যার ফলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মহম্মদ শের আলীর অভিযোগ, তিনি এমেরুল মেতেবুলদের বোনেদের কাছ থেকে ওই জমি কিনে নিয়েছেন। এরপরও তাকে জমিতে দখল না দেওয়া হলে তিনি কোর্টের দ্বারস্থ হন এবং কোর্টের নির্দেশেই জমিতে দখল নিতে জান।

অন্যদিকে এমেরুল ও মেতেবুলদের অভিযোগ, মহম্মদ শের আলী অন্যায়ভাবে জমি দখল করতে চাইছেন। এই জমিতে মামলা রয়েছে, মামলার রায় না হওয়া পর্যন্ত কোনো পক্ষই জমিতে না যাওয়ার কোর্টের নির্দেশ রয়েছে। সব মিলিয়ে ইসলামপুর থানার বলঞ্চা এলাকায় জমির দখলকে ঘিরে বড়সড় গন্ডগোলের আশঙ্কা করছেন বিভিন্ন মহল।

Related Articles