পুজোয় পাহাড়ে আসা পর্যটকদের জন্য একাধিক উপহার পর্যটন দফতরের, থাকছে স্কাই ওয়াকও
There are many gifts from the tourism department for the tourists who come to the hill in Puja, there is also a sky walk

The Truth Of Bengal: পুজোয় পর্যটন দপ্তর তাদের পর্যটকদের জন্য নিয়ে এসেছে দু’জোড়া নতুন উপহার। এবার পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের টিকিট অনলাইনেই উপলব্ধ। ওপরদিকে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে চলেছে সান্দাকফু পর্যটকদের জন্য। এর সাথে স্কাই ওয়াক চালু করা হচ্ছে কার্শিয়াংয়ের হনুমান টপের সন্নিকটে, এছাড়াও পর্যটকদের জন্য পর্যটন দপ্তর একটি রক গার্ডেন নির্মাণ করেছে তাগদায়। এগুলো ছাড়াও ভ্রমণ পিপাসুদের জন্য আরও বেশ কিছু উপহার রেখেছে শহর দার্জিলিং। এবারে পর্যটকদের সম্মুখে পর্যটন দপ্তর দার্জিলিং পাহাড়ের বেশ কিছু অফবিট জায়গা তুলে ধরার কথা ভেবেছেন। এমনকি দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন শিল্পের প্রচার এবং প্রসারে পাহাড় সহ সমতল চারিদিক নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে।
বুধবার দুপুরে দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল জেলার নয় ব্লকের প্রশাসনিক আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্স মধ্য দিয়ে বৈঠক করেন। পাহাড়ের জিটিএ কর্তৃপক্ষও সে বৈঠকে হাজির ছিল। সেখানেই জেলাশাসক দার্জিলিং পর্যটনের উন্নয়নের কথা ভেবে একের পর এক পরিকল্পনা তুলে ধরেন। জিটিএ’র মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা বলেন, ‘পর্যটকদের কাছে সান্দাকফু এক আকর্ষণীয় একটি স্পট, তবে এপথ বেশ বিপদসঙ্কুল। অনেক সময় পর্যটকরা সেখানে গিয়ে প্রতিকূল আবহাওয়ার জেরে বিপদে পড়েন। তাই আসন্ন পর্যটন মরশুম থেকে পর্যটকদের কথা মাথায় রেখে সেখানে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রাখা হবে। এছাড়া পর্যটনের ভরা মরশুমে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু পার্কে টিকিটের জন্য আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আমরা অনলাইন পরিষেবা চালু করতে যাচ্ছি। ইতিমধ্যেই তা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।’