বালির নিচে তরুণীর দেহ! মুখে ক্ষতের ছাপ, হাড় হিম করা ঘটনায় তোমপাড় পুরুলিয়া
The young woman's body under the sand! Bruises on the face, bruises on the bone

Truth Of Bengal, Barsa Sahoo : কথায় বলে নদির পাড়ে বাস, চিন্তা বারো মাস। তবে এক্ষেত্রে তার বাস নদির পাড়ে নয়। তবুও নদির পাড়েই মিলেছে তার সন্ধান। পাড়ের এক প্রান্তে রয়েছে বালির ঢিপি। সেখানে বালির উপরে ছিল রক্তের দাগ। তা দেখে সন্দেহ হয়েছিল এলাকার মানুষদের। সন্দেহের বসে তাঁরাই পুলিশে খবর দেন। এরপর সেই রক্তের দাগ অনুসরণ করেই উদ্ধার হল বালিতে চাপা পড়া তরুণীর ক্ষতবিক্ষত দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়৷
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর কোন পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর। নিহত ওই তরুণীর মুখে বেশ কিছু ক্ষতের চিহ্ন মিলেছে। ইতিমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ খুনের আগে ওই তরুণীকে কোনওরকম শারীরিক নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তাও ময়নাতদন্তে খতিয়ে দেখা হবে। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরাবাজারের ফতেপুর এলাকার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “কুমারী নদির পাড়ে প্রথমে রক্তের দাগ দেখে আমাদের সন্দেহ হয়। তাই আমরা পুলিশে খবর দেই। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় বরাবাজার থানার পুলিশ৷ তারা রক্তের দাগকে অনুসরণ করতে থাকেন। এভাবে কিছুদূর এগোতেই এক জায়গায় বালি চাপা দেওয়া অবস্থায় কিছু একটা চোখে পড়ে তাঁদের। স্বাভাবিকভাবেই সন্দেহ হওয়ায় বালি সরাতেই তরুণীর দেহ উদ্ধার হয়”৷
পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীকে অন্যত্র খুন করেই রাতে দেহ কুমারী নদীর ধারে এসে বালি চাপা দিয়ে রেখে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত তরুণীর কোন পরিচয় পাওয়া যায়নি। রহস্যের কিনারা করতে তৎপর হয়েছেন পুলিশ।