রাজ্যের খবর

এলাকার রাস্তা নিজেদের উদ্যোগেই সারাইয়ের কাজে নামলেন গ্রামবাসীরা

The villagers started to repair the roads of the area on their own initiative

Truth Of Bengal: নিজের দায়িত্ব নিজেরই! এই পথে এগিয়ে চলেছেন পূর্ব বর্ধমান জেলার এক গ্রাম। এলাকার রাস্তা বেহাল হয়ে যাওয়ায় নিজেদের টাকা দিয়েই রাস্তা সারাইয়ের কাজে নামলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এক নম্বর ব্লকের বেড়ুগ্রাম পঞ্চায়েত এলাকার কুলুটিয়া গ্রাম। এই রাস্তায় চলাচল করে টোটো থেকে শুরু করে সমস্ত যানবাহন। স্থানীয় স্কুলে পড়া একাধিক শিক্ষার্থীও এই রাস্তার দিয়ে যাতায়াত করে।

বৃষ্টি হলে বহু সমস্যা পার করতে হয় তাদের। প্রায় এক হাঁটু জল পার করে যেতে হয় তাঁদের। টোটোচালকরাও অসুবিধায় পড়েন। তাই এবার সমস্যার সমাধান করতে নিজেরাই নিজেদের টাকা থেকে রাস্তা সারানোর কাজ শুরু করেছেন। একত্রিত হয়ে গ্রামবাসীরা জানান ইট ভাটা থেকে রাবিশ এনে তারা এই রাস্তা মেরামতের কাজে নিযুক্ত হয়েছেন। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলেন, ‘‘বিধায়ক তদারকি করছেন রাস্তাটির জন্য। আমরাও চেষ্টা করছি রাস্তাগুলো যাতে ভাল করা যায়।”

Related Articles