রাজ্যের খবর

বীরভূম বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের, মিলবে চাকরিও

The state has announced financial assistance to the families of those killed in the Birbhum blast, and will also get jobs

Truth Of Bengal: বীরভূমের বিস্ফোরণে নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠকে জানান, প্রতিটি পরিবারকে ৩২ লক্ষ টাকা এবং একজন সদস্যকে চাকরি প্রদান করা হবে।

গঙ্গারামচক কয়লাখনিতে সোমবার সকালে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ ঘটে। অসাবধানতাবশত ভিতরে কাজ করা শ্রমিকদের উপর ধস নেমে আসে, যার ফলে ৭ জন শ্রমিক মারা যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

বিস্ফোরণের কারণে উঠে আসা প্রশ্নগুলি নিয়ে চিন্তা করা হচ্ছে। কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণের আগে খনির ভিতরে কেউ আছেন কিনা তা না দেখেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এর দায় কার, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে মুখ্যসচিব নবান্ন থেকে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য এবং চাকরির ঘোষণা করেন। উল্লেখ্য, এই খনি পিডিসিএলের লিজ নেওয়া এবং রাজ্য সরকারের অধীনে পরিচালিত।

Related Articles