উত্তরের বারাসতকে টেক্কা,পিছিয়ে নেই দক্ষিণের বারাসত
The rain of the north is ace, the rain of the south is not far behind

Truth of Bengal: কালীপুজোর উন্মাদনা দক্ষিণ বারাসতে। উত্তরের বারাসতকে যেন টেক্কা দিতে প্রস্তুত। আলোকসজ্জা মন্ডপ ও ভাবনায় পিছিয়ে নেই দক্ষিণের বারাসত। দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় দেখে উচ্ছ্বসিত পূজো উদ্যোক্তারা। কালীপুজো মানেই সবার গন্তব্য উত্তর ২৪ পরগনার বারাসত।
কারণ, বারাসতের কালীপুজোর জগৎজোড়া নাম। থিমের অভিনবত্ব, ঝলমলে আলোকসজ্জায় যেন এক অন্য মাত্রা পায় বারাসত শহর। কিন্তু এই উত্তরের বারাসতকে টেক্কা দিতে কোনও অংশে পিছিয়ে নেই দক্ষিণ বারাসত। দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বারাসত এলাকার বেশ কয়েকটি পুজো থিমের ছোঁয়াতে ফুটিয়ে তোলা হয়েছে। তার মধ্যে অন্যতম দক্ষিণ বারাসতের জোরাপুল যুব গোষ্ঠীর শ্যামা পূজা। তাদের এবছর হীরক জয়ন্তী বর্ষ ভাবনায় অরণ্য কন্যা।
বিগত বেশ কয়েকবছর ধরেই এই পুজো এই এলাকার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। আর তারমধ্যে অন্যতম জোরাপুল যুব গোষ্ঠী। এবার তাই মানুষকে আনন্দ দিতে নিজেদের মণ্ডপে অরন্য কন্যা ফুটিয়ে তুলেছে। মন্ডপ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের হাতি পালকি গাছ এবং তার মধ্যে রয়েছে এই অরণ্যকন্যা সেটাকে দর্শকদের মধ্যে তুলে ধরা হচ্ছে। মন্ডপের মানানসই করে থাকছে প্রতিমা। হাতে থাকছে চন্দননগরের বিশেষ আলোকসজ্জা। টানার কয়েক মাস ধরেই চলছে এই চূড়ান্ত প্রস্তুতি।