রাজ্যের খবর
Trending

সোনা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণা কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের

The Krishnanagar District Sessions Court announced the sentence of the accused in the case of gold robbery

The Truth Of Bengal: স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সোনা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন অভিযুক্ত কে ১০ বছরের কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করল আদালত। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে অভিযুক্তদের সাজা ঘোষণা করেন বিচারপতি অ্যাডিশনাল ওয়ান সোমনাথ চক্রবর্তী।

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্ট মাসের কুড়ি তারিখে রাজু ঘোষ ও সুজয় ঘোষ নামে দুজন স্বর্ণ ব্যবসায়ী তাদের গাড়িচালক সঞ্জয় প্রসাদ কে সাথে নিয়ে চাপরা এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে সোনার গহনা পৌঁছাতে গিয়েছিলেন। স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ ও সুজয় ঘোষ ব্যবসার তাগিদে করিমপুর ,তেহট্ট, চাপরা এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে তৈরি সোনার অলংকার রপ্তানির কাজ করেন। সেইমত ঘটনার দিনও তাঁরা একটি চার চাকা গাড়িতে করে তৈরি সোনার গহনা সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিভিন্ন অলংকারের দোকানে পৌঁছতে গিয়েছিলেন। অভিযোগ, পথে চাপড়া থানার ” ন” মাইল এলাকায় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি তাদের পথ আটকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার গহনা সহ ৩৬০ গ্রাম পাকা সোনা ছিনতাই করে। পাশাপাশি গাড়িচালক সঞ্জয় প্রসাদ ও সুজয় ঘোষ কে বেধরক মারধর করে দুষ্কৃতীরা।

দুষ্কৃতীদের গুলিতে স্বর্ণ ব্যবসায়ীদের গাড়ির কাচ ভেঙে যায়। এরপর ঘটনার স্থল ছেড়ে চম্পরদায় দুষ্কৃতীরা। পরে চাপড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় চাপড়া থানার পুলিশ। মূলত সেই ঘটনার দীর্ঘ প্রায় চার বছর পর বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা করে আদালত। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এইদিন হালিম শেখ,রাহুল শেখ ,সাইদুল সেখ ,মুর্শিদ শেখ ,মিলন শেখ ও মাইদুল শেখকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারপতি। অভিযুক্তরা প্রত্যেকেই চাপরা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

Free Access

Related Articles