মাঠ থেকে নবম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার, পরিবারের দাবি খুন!
The body of the ninth grade student was recovered from the field, the family claims murder!

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় নবম শ্রেণীর ছাত্র প্রীতম বিশ্বাস। প্রাইভেট পড়ে সে আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় নাকাশীপাড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানান পরিবার। আজ সকালে নাকাশিপাড়া থানার দোপপাড়া একটি স্কুলের মাঠের মধ্যে তার দেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ এসে ইতিমধ্যে মৃত উদ্ধার করেছে।
পরিবার সূত্রে খবর, মৃত ছাত্রের মোবাইল ফোনে গেম খেলার প্রচন্ড নেশা ছিল। সম্ভবত মোবাইল সংক্রান্ত কোনো কারণেই এই খুন বলে মনে করছে পরিবার। মৃত ছাত্রের সাথে থাকা মোবাইল ফোনটির কোনও হদিস পাওয়া যায়নি এখনো। তবে পরিকল্পনামাফিক খুন বলেই মনে করছে পরিবার। যদিও এই মর্মান্তিক ঘটনায় তদন্ত শুরু করেছে নাকাশীপাড়া থানার পুলিশ। ঘটনায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত ছাত্রের বন্ধুবান্ধবদের।