নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ
The body of the missing youth was recovered, murder or suicide? Police investigating

The Truth Of Bengal: এক নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করলো সাগরপাড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের -সাগরপাড়া থানার সীমান্তবর্তীচর কাকমারী এলাকায়।
সূত্রের খবর, রিপন সেখ নামে একটি ছেলে দশম শ্রেণীর ছাত্র। বেশ কিছুদিন ধরেই ওই ছাত্র নিখোঁজ ছিল। রিপনের পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর স্থানীয় প্রশাসন এবং বিএসএফের তৎপরতায় ওই যুবকের খোঁজ চলছিল। এরপর পুলিশ ডুবুরি নিয়ে এসে তল্লাশি চালায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ – হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যে ব্যক্তি ওদের নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের লোকজন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবক চোরা চালানকারীদের সাথে কোন কিছু পাচার করতে গিয়েই নদীতে তলিয়ে যায়। তবে এর পিছনে, কে -বা কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
FREE ACCESS