রাজ্যের খবর

নিরাপত্তায় জোর,বাড়ল পুলিশ, হাসপাতাল পরিদর্শন প্রশাসনের

The administration is keeping an eye on the safety of the hospital

Bangla jago Desk: হাসপাতালে নিরাপত্তায় যাতে কোথাও কোন খামতি না থাকে সেদিকে নজর রেখেছে প্রশাসন। ঘুরে দেখছে বিভিন্ন হাসপাতাল। কোথায় কোন সমস্যা রয়েছে তা পূরণ করার জন্য তৎপর প্রশাসন। সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেন বীরভূম জেলা পুলিশ সুপার। খতিয়ে দেখলে নিরাপত্তার সমস্ত দিক। আরজিকরকাণ্ডের পর হাসপাতাল গুলোর  নিরাপত্তায় আরো জোর দিয়েছে রাজ্য সরকার।

হাসপাতালে নিরাপত্তার স্বার্থে আরো সিসিটিভি, আলো, রেস্টরুম, ওয়াশরুমের ব্যবস্থা করা হচ্ছে। তার মাঝে রাজ্য সরকারের নির্দেশের পর বীরভূম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শন করলেনবীরভূম জেলা পুলিশ সুপার । নিরাপত্তা দেখতে তিনি খতিয়ে দেখে জানান ১০০ টি ক্যামেরা এখনো সক্রিয় রয়েছে। ১০০ টি ক্যামেরার প্রপোজাল নতুন করে দেওয়া হয়েছে।

হাসপাতালের পরিবেশ সুস্থ রাখতে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের কে বিশেষ ট্রেনিং দেওয়া হবে বলে উল্লেখ করলেন তিনি। সঙ্গে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে থাকা পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মীর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১৫। যে ১৫ জনের মধ্যে ১৪ জন কনস্টেবল এবং একজন অফিসার। মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে কোনরকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার আর তারই পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ।

Related Articles