রাজ্যের খবর

বিরাটি বিবাদীবাগ রুটের মিনি বাসে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

Smoke in the mini bus of Virati Bivadi Bagh route, panicked passengers

The Truth Of Bengal :  মিনি বাসে ধোঁয়া থেকে আতঙ্ক। বিরাটি বিবাদীবাগ রুটের বাস। সকাল সাড়ে আটটা নাগাদ সেন্ট্রাল এভিনিউ এম জি রোড ক্রসিং এ এসে বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে কয়েকজন যাত্রী ছিল বাসে তাদেরকে নামিয়ে দেন। ধোঁয়া ক্রমশ বার ছিল। দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।

  • মিনি বাসে ধোঁয়া থেকে আতঙ্ক
  •  বিরাটি বিবাদীবাগ রুটের বাসে আতঙ্ক ছড়ায়
  • সেন্ট্রাল অ্যাভিনিউ এম জি রোড ক্রসিংয়ের ঘটনা
  • ঘটনায় কেউ হতাহত হয়নি
  • জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

 

Related Articles