কলকাতারাজ্যের খবর

মঙ্গলবার থেকেই বঙ্গে SIR, চূরান্ত ভোটার তালিকা কবে প্রকাশ?

কমিশন জানিয়েছে যে ভোটারদের যাতে কোনওরকম কোনও অসুবিধে না হয়, তার জন্য বিশেষ দায়িত্ব থাকবে ইআরও ও এইআরওদের উপর।

Truth Of Bengal: সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের দিনক্ষণ ঘোষণা করা হয় বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে। বাংলার পাশাপাশি তা হবে ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান-নিকোবর, পুদুচেরি, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুতে। এটি চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। কমিশনের নির্দেশ, বিএলওরা প্রত্যেকটি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ৪ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এখন কি ফর্ম ফিলআপ করতেও সাহায্য করবেন তাঁরা। প্রত্যেক বাড়িতে তিনবার করে যাওয়া হবে যাতে তালিকা থেকে বাদ না পড়েন কোনও বৈধ ভোটার।

কমিশন জানিয়েছে যে ভোটারদের যাতে কোনওরকম কোনও অসুবিধে না হয়, তার জন্য বিশেষ দায়িত্ব থাকবে ইআরও ও এইআরওদের উপর। জানা গিয়েছে, ফর্ম ছাপা ও ট্রেনিংয়ের তারিখ ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত, প্রতিটি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া-নেওয়া হবে ৪ নভেম্বর থেকে, ডিসেম্বর মাসের ৯ তারিখে প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা, সেদিন থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ক্লেম ও অবজেকশন পিরিয়ড। নোটিস পিরিয়ডও (হিয়ারিং ও ভেরিফিকেশন) শুরু হবে ডিসেম্বর মাসের ৯ তারিখে এবং শেষ হবে ৩১ জানুয়ারি ২০২৬এ। অবশেষে পরের বছর ৭ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে এসআইআর ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একদিকে বিজেপির বক্তব্য বাংলায় তা হবেই হবে। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা বাংলায় এসআইআর হতে দেবে না। এমন পরিস্থিতিতে একাংশ আমার অপেক্ষায় ছিলেন যে কবে এটি ঘোষণা করা হবে রাজ্যে। তবে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার হল অবসান। ঘোষণা করে দেওয়া হল দিনক্ষণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, থেকে এসআইআর চালু হচ্ছে রাজ্যজুড়ে।

Related Articles