রাজ্যের খবর

উন্নয়নে এগিয়ে বাংলা, মুর্শিদাবাদে বাস স্ট্যান্ড ও স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস

Ahead of development Bengal, foundation stone laying of bus stand and health center in Murshidabad

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদের উন্নয়ন তহবিল থেকে মুর্শিদাবাদের নগরে প্রায় ৮৫ লক্ষ টাকার ব্যয়ে একটি বাস স্ট্যান্ডের শুভ শিলান্যাস করা হল শুক্রবার।

মুর্শিদাবাদের নগরের এই বাসস্ট্যান্ড থেকে জেলার বিভিন্ন প্রান্ত এবং বীরভূমের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য খুব উপযোগী এবং গুরুত্ব পূর্ণ বলে মনে করছেন এলাকাবাসীরা। তাই সাংসদ খলিলুর রহমানের প্রচেষ্টায় তার এলাকা উন্নয়ন তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটির শিলান্যাস করলেন খলিলুর রাহমান নিজেই।

এদিকে একই দিনেই অদুরেই ইন্দ্রানী সুস্বাস্থ্য কেন্দ্রের উদঘাটন করা হল। এই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ জনাব খলিলুর রহমান, খরগ্রাম বিধায়ক আশীষ মার্জিত, ব্লক সভাপতি হুমায়ুন কবীর, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি ও জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি এছাড়া বিভিন্ন তৃণমূল কর্মীবৃন্দরা।

Free Access

 

Related Articles