রাজ্যের খবর

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেপ্তার সাত রোহিঙ্গা

Seven Rohingya arrested from New Jalpaiguri station

The Truth Of Bengal: নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেপ্তার সাত রোহিঙ্গা। ।ধৃতরা হল জুবেরা বেগম, রেহানা আখতার,আশিয়া বেগম, হাসিনা বেগম, নুর হাকিম, সাদ্দাম হোসেন ও আজিনুর। সকলেই বাংলাদেশের শরনার্থী ক্যাম্পে থাকতো।

জানা যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় জিআরপি। এরপর সেখান থেকে চারজন মহিলা ও তিনজন পুরুষকে আটক করে জিআরপি। এবং জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য এরপরেই গ্রেফতার করা হয়‌।

জিআরপি সূত্রে জানা গিয়েছে অসমের বদরপুর জংশন থেকে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে ওঠে রোহিঙ্গাদের এই দলটি। এবং তারা দিল্লি হয়ে পাঞ্জাবার উদ্দেশ্য ছিল। তবে ধৃতরা কি উদ্দেশ্যে পাঞ্জাবে যাচ্ছিল তা জানা যায়নি। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত নেমেছে জিআরপি। পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

Related Articles