ছট পুজো উপলক্ষ্যে বার্নপুর ও শ্যামবাঁধে আয়োজিত সেবা ক্যাম্প
Service camps organized in Burnpur and Shyambandh on the occasion of Chhath Puja

Truth Of Bengal: আমরা প্রত্যেকেই জানি বাঙালির বারো মাসের তেরো পার্বণ, প্রথমে হলো দুর্গা পুজো, তারপর কালী পুজো ঠিক তারপরেই আসে ছট পুজো। ছট পুজোর ভক্তদের সুবিধার্থে পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুরের বিভিন্ন এলাকায় সেবা শিবিরের আয়োজন করা হয়।
এই প্রয়াসে এগিয়ে আসেন সামাজিক সংগঠনের পাশাপাশি ছট পুজোর কমিটিগুলো। বার্নপুরের ছট ঘাটে এই সেবা শিবিরের আয়োজন করা হয়। ৯৫ নম্বর ওয়ার্ডের শ্যামবাঁধে আরো একটি সেবা সমিতির আয়োজন করা হয়। এই ওয়ার্ডের শ্যাম বাঁধে অবস্থিত দুধিয়া পুকুরে মহাপর্ব ছট উপলক্ষে শ্যামবন্ধ ছট পূজা সমাজকল্যাণ সমিতির উদ্যোগে একটি সেবা শিবিরের আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সামাজিক সংগঠনগুলো সেবা ক্যাম্পের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুদেষ্ণা ঘটক। এছাড়াও এই সেবা ক্যাম্পের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর অনুপ মাজি, অক্ষয় ঘোষ, সোনা গুপ্ত, প্রবীর ধর, প্রমুখ। ফিতা কেটে সেবা শিবিরের উদ্বোধন করেন অতিথি সুদেষ্ণা ঘটক।