রাজ্যের খবর

ঝাড়গ্রামের স্কুলে দাঁতালের তান্ডব! ভাঙল দরজা- জানালা

School of Jhargram Tandal tandav! Broken doors and windows

Truth Of Bengal : ঝাড়গ্রাম : বুধবার রাতে ফের একটি দলছুট দাঁতাল হাতি তান্ডব চালিয়ে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের নুনিয়া কুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে তান্ডব চালায়। সেই সঙ্গে দলছুট ওই দাঁতাল হাতিটি ওই গ্রামে ঢুকে এলাকার কয়েকটি বাড়িতে গিয়ে খাবারের সন্ধানে তান্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় যে খাবারের সন্ধানে প্রতিনিয়ত  হাতি রাতের  পাশাপাশি দিনের বেলা ও লোকালয়ে ঢুকে হাতি তান্ডব চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি ফসলের ও ক্ষতি করে।

ফলে গ্রামবাসিরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চল এর অন্তর্গত হাতির তান্ডবে অতিষ্ঠ নুনিয়াকুন্দরী গ্রামের  বাসিন্দারা বিষয়টি বন দফতরের  মানিকপাড়া রেঞ্জ এর অধীন রামরামা বীটের আধিকারিকদের জানিয়েছেন। বন বিভাগ এর পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতি যাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে সেই সব পরিবার গুলিকে ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হাতির হামলায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে  গ্রামবাসীরা জানান।

Related Articles