রাজ্যের খবর

মদ্যপ অবস্থায় শিলিগুড়িতে রয়েলিটি অফিসের কর্মীকে মারধরের অভিযোগ

Royalty office employee allegedly beaten up in Siliguri while intoxicated

Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে বালির রয়েলিটি অফিসের কর্মীকে মারধরের অভিযোগ শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল এলাকা জুড়ে।

অভিযোগ বুধবার রাতে মদ্যপ অবস্থায় বিরোধী দলনেতা সহ আরও তিনজন রয়েলিটি অফিসে এসে গালিগালাজ করে। রয়েলিটি কর্মীকে বের করে সাটার বন্ধ করে মারধর করে। এরপর স্থানীয়রা ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও গতকাল রাতে রয়েলটি কর্মী খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে শিলিগুড়ি মহাকমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও বলেন, “গ্রামবাসীদের অভিযোগ শুনে আমি গতকাল রাতে সেখানে যাই। আর যে ঘরটা চলছে সেটা একেবারে অবৈধভাবে চলছে। আমি যখন সেখানে যাই আমার পরিবারের সদস্যদের নামে গালিগালাজ করতে থাকে। যখন আমি সেটার প্রতিবাদ করলাম তখনই একটা বিশৃঙ্খলা তৈরি হয়। মারধর কোন কিছুই হয়নি সেখানে তো সিসিটিভি রয়েছে তদন্ত করুক।”

Related Articles