হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, লোপাট নগদ টাকা সহ সোনা
Robbery at former councilor's house in Haldia

Truth Of Bengal : ফের দুঃসাহসিক এক ডাকাতি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত হলদিয়ায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরের প্রাক্তন কাউন্সিলর বসবাস করেন। রাত্রি তিনটায় একদল ডাকাত তার বাড়িতে ঢুকে পড়ে। ঘটনাটি হলদিয়া গভমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা। তিনতলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে। গভীর রাতে ডাকাতরা প্রথমে তাদের ঘরে অ্যাটাক করে। এরপর সিঁড়িতে তিনটে তালা ভেঙে দোতলার ছাদে এবং তিন তালার ছাদে পৌঁছায়। ডাকাতরা মোট মূল দরজায় পরপর ৪টি তালা ভেঙে ভেতরে ঢোকে।
বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে। ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায়। এরপর প্রায় দু’ঘণ্টা ধরে লুটপাট চালায় তারা। সমস্ত আলমারি উলটপালট করে বাড়িতে থাকা সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মোট ১০ থেকে ১২ জন মুখে মাস্ক পরে অস্ত্রশস্ত্র হাতে চুরি করতে ঢুকেছিল বলেই জানায় বাড়ির দম্পতি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাচক থানার পুলিশ।