
The Truth of Bengal: রাস্তা পারাপারের সময় ভয়াবহ দুর্ঘটনা। এক কিশোরকে প্রায় কয়েক কিলোমিটার ছেচড়ে নিয়ে গেল গাড়ি চালক। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া বাজারে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ওই কিশোরের নাম বাবর (১৪)। বাড়ি ইসলামপুর থানার নয়াবস্তি গুঞ্জেরিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে গুঞ্জেরিয়া বাজারে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর এক কিশোর সাইকেল নিয়ে পারাপারের সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোটো গাড়ি ওই কিশোরকে সজোরে ধাক্কা মারলে গাড়ির নিচে হুডে আটকে পড়লে প্রায় কয়েক কিলোমিটার দুরে গাড়ির সাথে ঘষা খেয়ে ছিন্ন বিছিন্ন হয়ে যায় দেহটি।
এরপর গোয়ালপোখর থানার পুলিশের হস্তক্ষেপে গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে উত্তেজিত জনতা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন উত্তেজিত জনতা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।