একই গাঁয়ের বাসিন্দারা দুই লোকসভা কেন্দ্রে ভোট দেন! বেনজির ঘটনার সাক্ষী অসম-মেঘালয় সীমানার মানুষ
Residents of the same village vote in two Lok Sabha constituencies

The Truth of Bengal: এরকম ঘটনা কী কখনও শুনেছেন,একটি গাঁয়ের মানুষ দুই লোকসভা কেন্দ্রে ভোট দেন। আজব লাগলেও সেরকমই ঘটনা ঘটে অসম-মেঘালয় সীমানায়।এই সীমানায় রয়েছে রানিবাড়ি গ্রাম। পাহাড়ি এই গ্রামটির একটি অংশ রয়েছে গোয়াহাটি সংসদীয় কেন্দ্রে আর অন্য অংশটি রয়েছে শিলং লোকসভা কেন্দ্রে। অপরূপ প্রাকৃতিক দৃশ্যে ভরা এই চড়াই-উতরাই এলাকায় বাস করেন ৫০০-এর কাছে মানুষ।
গত ১৯এপ্রিল শিলং লোকসভা কেন্দ্রে ভোট দিয়েছেন ৬৫টি পরিবার। এবার ৭মে গোয়াহাটি লোকসভা কেন্দ্রের প্রার্খীদের বাছাই করার জন্য ভোট দেবেন গ্রামটির ৯৬টি পরিবার। একই গাঁয়ে এই ডুয়েল ভোটার বা দুই কেন্দ্রের ভোটার থাকায় এই গ্রামটি নিয়ে প্রশাসনের মতোই সাধারণ মানুষের আলাদা কৌতুহল দেখা যায়। সীমানায় থাকা এই রানিবাড়ি বলা যায়,ভিআইপি কেন্দ্রের মর্যাদা পায়।
এই অবস্থায় পরিষেবা প্রদানেও দুই রাজ্যের সরকার ভাগাভাগি করে কাজ করে।অসম সরকার রাস্তা-বিদ্যুতের ব্যবস্থা করেছে।আর মেঘালয় সরকার জল সরবরাহ,কৃষি সেচ,কৃষির বিকাশে সাহা্য্য করছে।সীমানার মানুষও দুই রাজ্যের সরকারের কাছ থেকে সবরকম সুবিধা পাওয়ায় তাঁরা খুশি।তাঁদের মতে, রাজনীতির রং না দেখে সীমানার মানুষকে যেন সমানচোখে দেখে দুই সরকার।