রাজ্যের খবর
Trending

রোগীমৃত্যু নিয়ে ক্ষীরপাই হসপিটালে ধন্ধুমার! পরিস্থিতি সামাল দিতে মোতায়েন পুলিশ

Police deployed to handle the situation

The Truth of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: রবিবার সকালে ক্ষীরপাই হসপিটালে রোগী মৃত্যু নিয়ে ঘটে গেলো ধন্ধুমার কান্ড। শনিবার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ক্ষীরপাই গ্ৰামীন হসপিটালে ভর্তি হয় এক বছর ৬৫ -র বৃদ্ধা প্রিয়ারন বিবি। বাড়ী ঘাটাল থানার মূলগ্ৰামে। দিন কয়েক আগে শারীরিক সমস্যা নিয়ে মেয়ের বাড়ী চন্দ্রকোনা থানার গন্ধবেড়িয়া তে আসেন ঐ বৃদ্ধা। গত কাল হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বৃদ্ধা কে। আজ সকালে ঐ বৃদ্ধার মৃত্যু ঘটে। পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হসপিটালের মূল গেটে বিক্ষোভ শুরু করে। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে, ঘটনাস্থলে ক্ষীরপাই আউটপোষ্ট পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Related Articles