রাজ্যের খবর

সেনা ও পুলিশের যৌথ উদ্যোগে নিষ্ক্রিয় করা হল ১০ টন নিষিদ্ধ শব্দবাজি

Police defused 10 tons of banned fireworks

The Truth of Bengal: বৃহস্পতিবার শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন মহানন্দা নদীর চরে ১০ টন নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল পুলিশ ও সেনাবাহিনী। জানা গেছে, গোটা দেশে শব্দবাজি নিষিদ্ধ হলেও বেশকিছু অসাধু ব্যবসায়ী চুপিসারে ব্যবসা করে আসছে। আর চলতি বছরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। পরবর্তীতে আদালত নির্দেশ দেয় এই শব্দবাজি গুলিকে নিষ্ক্রিয় করার।

সেই নির্দেশ মতো সেনাবাহিনীর সহযোগিতায় এদিন মহানন্দা নদীর চরে এই শব্দবাজি গুলিকে নিষ্ক্রিয় করা হল। শব্দবাজি নিষ্ক্রিয় করার সময় যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত ছিল দমকল বাহিনী। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বি মিত্র ও এনজেপি থানার অন্যান্য আধিকারিকেরা।

নিষ্ক্রিয় করা শব্দবাজিগুলির মধ্যে ছিল রঙিন ফুলকা, রামধনু, বারুদ ইত্যাদি। এগুলি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মোতায়েন করেছিল। পুলিশ ও সেনাবাহিনী এই অভিযানের মাধ্যমে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার ও নিষ্ক্রিয় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এতে নিষিদ্ধ শব্দবাজি থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

 

FreeAccess

Related Articles