রাজ্যের খবর

কালিয়াগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা পুলিশের গাড়ির

Police car lost control and hit an electric post in Kaliaganj

The Truth Of Bengal,সত্যেন মহন্ত,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার ৯ নম্বার ওয়ার্ডের শিমুলতলা মোড়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রন হাড়িয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কালিয়াগঞ্জ – দূর্গাপুর রাজ্য সড়কের উপরে। এই ঘটনায় গাড়ির চালক সহ মোট তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাপাতালে পাঠানো হয়। পড়ে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় সকালে পুলিশের গাড়িটি কালিয়াগঞ্জ থেকে তরঙ্গপুর যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকে ট্রান্সফার্মার যুক্ত বৈদ্যুতিক পোলে ধাক্কা মারলে দুটি পোল ভেঙে যায়। বিপদ জনক অবস্থায় দাঁড়িয়ে থাকে গাড়ি সহ বৈদ্যুতিক পোল। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি বিদ্যুৎ দফতর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এলাকার।ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মূখার্জির নেতৃত্ব পুলিশ। পড়ে দুটি জেসিবি দ্বারা দুর্ঘটনা গ্রস্থ পুলিশের গাড়িটিকে উদ্ধার করা হয়। স্থানীয় ধারণা রাতে ডিউটি করায় গাড়ির চালকের ঘুম চলে আসার কারণে এই দুর্ঘটাটি ঘটেছে।তবে সকালের ঘটনা বলে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রেহাই পেল।

স্থানীয় বাসিন্দারা জানান এদিন ভোরে কালিয়াগঞ্জ থানার পুলিশের গাড়ি তরঙ্গপুর দিকে যাচ্ছিল সেই সময় শিমুলতলা মোড়ে রাস্তার পাশে থাকা ট্রান্সফার্মার ধাক্কা মারে চালক সহ পুলিশ কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ভোরের দিকেই দুর্ঘটনা ঘটায় বড়োসড়ো তেমন কোন ক্ষতি হয়নি। কালিয়াগঞ্জ থানার আইসি নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Articles