রাজ্যের খবর

প্রতারিতরা ফিরে পাচ্ছেন টাকা, সাইবার প্রতারণা রুখছে পুলিশ

Police are preventing cyber fraud

The Truth of Bengal: অনলাইন প্রতারণার ক্ষেত্রে বেড়েছে মানুষের সচেতনতা। এমনই দাবি পুলিশের। সচেতনতামূলক প্রচারের জন্য প্রতারিত সাধারণ মানুষ বসে না থেকে সাইবার ক্রাইম থানার সাহায্য নিচ্ছে। যার ফলে চলতি বছর মাত্র দুই মাসের ব্যবধানেই অনলাইন প্রতারণা চক্রের হাত থেকে ৭ লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। গত বছর ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু এবছর দুই মাসের ব্যবধানে ৭ লক্ষ টাকার ওপরে উদ্ধার করে প্রকৃত উপভোক্তাদের কাছে ফেরাতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশের এই ভূমিকায় সাধারণ মানুষ খুশি। লাগাতার সচেতনতা চালাচ্ছে পুলিশ। তাও বন্ধ হচ্ছে অনলাইন প্রতারণা। বিভিন্ন উপায়ে মানুষের সঙ্গে প্রতারণা চালাচ্ছে চক্রের পাণ্ডারা। শিকার হয়ে যারা পুলিশের কাছে আসছে তাঁরা উপকৃত হচ্ছে।

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, সাইবার অপরাধ দমনে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রতিটি থানাতেও একজন করে টেকনিক্যাল কর্মী রাখা হচ্ছে। সেই সঙ্গে তাঁরা আবেদন, কেউ প্রতারিত হয়ে থাকলে দ্রুত পুলিশের সহযোগিতা নিতে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান।

মালদা জেলার এক পাশে রয়েছে বাংলাদেশ সীমান্ত। অপরদিকেই রয়েছে দেশের দুই রাজ্য বিহার এবং ঝাড়খন্ড। উত্তরবঙ্গের করিডর বলা হয় মালদাকে। সুতরাং সীমান্তে ঘেরা মালদা জেলায় অপরাধচক্র জাল বিছানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। সেক্ষেত্রে পুলিশি তৎপরতার সঙ্গে অপরাধ দমন অনেকটাই ঠেকাতে সক্ষম হয়েছে। অনলাইন প্রতারণার মাধ্যমে যারা প্রতারিত হয়েছেন, তদন্ত করে তাদের টাকা ফেরানোর উদ্যোগ নিচ্ছে পুলিশ। অনেকেই ফিরে পেয়েছেন টাকা।

Related Articles