রাজ্যের খবর

ফলহারিণী আমাবস্যায় ফল দিয়ে পুজো, মনোস্কামনা পূরণের আশায় আসবেন ভক্তরা

Phalharini is worshiped with fruits during Amavasya

The Truth of Bengal: মা তারাকে ফল সহযোগে ভোগ নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর সেই বিশ্বাস থেকে ফলহারিণী আমাবস্যার এক অন্য গুরুত্ব রয়েছে বিভিন্ন কালী তীর্থ থেকে শুরু করে তারা তীর্থে। এই বছর ফলহারিনী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার জৈষ্ঠ মাসের ২২ তারিখ অর্থাৎ জুনের ৫ তারিখে। প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো হবে তারাপীঠে। বহু ভক্ত সমাগম হবে বলে মনে করছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।

ফলহারিনী অমাবস্যা উপলক্ষে সেজে উঠছে তারাপীঠ। এই অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় আলাদা। এই বিশেষ মাহাত্ম্য আছে। এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফল সহযোগে ভোগ নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর সেই কারণেই এই ফলহারিণী আমাবস্যার এক অন্য গুরুত্ব রয়েছে বিভিন্ন কালী তীর্থ থেকে শুরু করে তারা তীর্থে।

এই বছর ফলহারিনী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার জৈষ্ঠ মাসের ২২ তারিখ অর্থাৎ জুনের ৫ তারিখে। প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো হবে তারাপীঠে। মনোস্কামনা পূর্ণ হওয়ার আশায় দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা। ফল দিয়ে মা তারাকে পুজো করেন। তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যেহেতু অমাবস্যা তিথি রয়েছে এই ফলহারিনি অমাবস্যায় সেই কারণে তারাপীঠ মন্দিরে তিনবার আরতি হয়ে থাকে প্রত্যেক বছর। একটি হচ্ছে সকালবেলায় মঙ্গলারতি, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি এবং মা তারার শয়নের আগে নিশি আরতি।

তারাপীঠ মন্দির কমিটির সেবায়েত গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানান, দুপুরের অন্নভোগে মা তারাকে পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, সবজি মাছের মাথা, শোল মাছ পোড়া, মিষ্টি ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যার পর চলে বিশেষ পুজো।তারাপীঠের সব দেবীর ঊর্ধ্বে মা তারা, সেই কারণে যে কোনও পুজোতেই মা তারা কে সেই রূপে পুজো করা হয়। যেমন লক্ষীপুজোর সময় লক্ষ্মী রূপে, কালীপুজোর সময় কালী রূপে, সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে এবং দুর্গাপুজোর সময় অবশ্যই দুর্গা রূপে। এবার ফলহারিণী আমাবস্যায় ভক্তরা নানারকম ফল দিয়ে পুজো করবেন মা তারাকে।

Related Articles