রাজ্যের খবর

শিলিগুড়ির বিধান নগরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক

One was arrested for molesting a minor in Siliguri's Bidhan Nagar

Truth Of Bengal: বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: সমাজ থেকে ক্রমাগত একের পর এক শ্লীলতাহানির খবর উঠে আসছে। আদৌ কী এমন ঘটনার শেষ হবে কোন দিন? তার উত্তর অজানা! এমনিই এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার বিধান নগর এলাকায়। ধৃত ব্যক্তির নাম চৌধুরী সিংহ(৩৪)‌। ওই ব্যক্তি বিহারের কাঁঠাল বাড়ি এলাকার বাসিন্দা।

অভিযোগ সোমবার বাড়িতে কেউ ছিলনা। সেই সময় কাঁঠাল বাড়ি এলাকার বাসিন্দা চৌধুরী সিংহ ওই নাবালিকাকে শ্লীলতাহানি করে। ভয়ে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে ঢুকে যায় ওই নাবালিকা। তারপর নাবালিকার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তখনই পরিবারের সদস্যরা বাড়ি ফেরেন। এর পরেই গোটা ঘটনাটি পরিবারে সদস্যদের জানিয়ে দেন নাবালিকা। এই শুনে পরিবারের সদস্যরা বিধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি মহাকুমার পশ্চিম মাদাতি টোল গেট এলাকা থেকে চৌধুরী সিংহকে গ্রেপ্তার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ ছিল না সেই সুযোগেই ওই ব্যক্তি বাড়িতে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানি করেন। দোষীর কঠোর শাস্তি হোক। এইরকম ঘটনা যাতে ভবিষ্যতে না করে তার জন্য প্রশাসন নজর দিক। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহাকুম আদালতে তোলা হয়।

Related Articles