রাজ্যের খবর

ধূপগুড়িতে অবৈধ বালি বোঝাই ট্রলি সহ গ্রেফতার ১

One arrested with illegal sand-laden trolley in Dhupguri

Truth Of Bengal: ডুডুয়া নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল। ধূপগুড়ি জুড়ে অবৈধভাবে বালি-পাথর তুলে প্রশাসনের নাকের ডগায় পাচার চলছে। এই ঘটনায় পুলিশের ভূমিকায় উঠেছিল প্রশ্ন। তাই এবার সেই বালি পাচার রুখতে ময়দানে নামতে হয় খোদ এসডিপিওকে।

গোপন সূত্রে খবর, ধূপগুড়ি মহকুমার দেওমালি এলাকায় একটি বালি বোঝাই ট্রলি আটক করে ধূপগুড়ির এসডিপিও গ্যালসন লেপচা। সেই সাথে গ্রেপ্তার করা হয় ট্রলি চালককে। ট্রলি সহ চালককে নিয়ে আসা হয় ধূপগুড়ি থানায়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সরিফুল আলম তার বাড়ি পূর্ব আলতা গ্রাম এলাকায়। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে।

Related Articles