পাসপোর্ট নকল করার অভিযোগে নদিয়ার মদনপুর এলাকা থেকে গ্রেফতার ১
One Arrested in Nadia's Madhanpur Area for Passport Forgery

Truth of bengal: ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের, পুলিশি তদন্ত এখনোও চলছে আর তারই মাঝে বছরের প্রথমদিনই পাসপোর্ট জালিয়াতি কান্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার চাকদা থানার মদনপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তি ২০০৭ সাল থেকে প্রায় দশ বছর ইতালিতে বসবাস করতেন।
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা লাল বাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ অভিযুক্তের মদনপুর এর বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে ধীরেন ঘোষকে। তবে এই চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার বেহালা থেকে মনোজ গুপ্তা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
মনোজকে জেরা করে ধীরেন ঘোষের নাম জানতে পারে পুলিশ। সেইমতো তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে সরাসরি গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মনোজ গুপ্ত সীমান্তবর্তী এলাকায় থাকতেন ৷ তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নকল কাগজপত্র দিয়ে ভারতে ঢোকাতেন বলে অভিযোগ । তিনি অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নম্বর এক রেখে অন্যের নাম, ছবি, ঠিকানা দিয়ে তিনি তৈরি করতেন ভুয়ো আধার কার্ড । আর তার উপর ভিত্তি করে বানানো হত জাল পাসপোর্ট । মনোজের নিজস্ব কম্পিউটারেই বানানো হত জাল নথি । এর আগেও তাঁর খোঁজে দু’বার তল্লাশি চালিয়েছে পুলিশ।