রাজ্যের খবর

পথের কুকুরদের প্রতি দুর্ব্যবহারে ‘না’, স্কুল শিক্ষা দফতরের নয়া নির্দেশিকা

'No' to misbehavior towards street dogs, new guidelines of school education department

Truth Of Bengal: অনেক সময়ই দেখা যায়, রাস্তায় বেরোলেই শিশুরা খেলাছলে পথের কুকুরদের উপর ঢিল ছোঁড়ে। ইচ্ছেমতো শিশুদের উপর অত্যাচারও করে বসে। এই ধরণের শিশুসুলভ একেবারেই কাম্য নয়। তাই পথের কুকুরদের ওপর হামলা রুখতে নতুন নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।

জেলা স্কুল শিক্ষা বিভাগের আধিকারিকদের প্রতি এই নির্দেশিকায় বলা হয়েছে, পথের কুকুরদের উপর কোনও হামলা যেন না চালায় শিশুরা। বিশেষ করে স্কুল পড়ুয়াদের পথ কুকুরদের ঢিল ছোঁড়া বা আক্রমণাত্মক কিছু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, খেলাছলে শিশুরা প্রায়শই কুকুরদের দিকে তেড়ে যায়,শিশুদের দিকে চোখে চোখ রেখে ধাওয়া করে। এই ধরণের আচরণ থেকে শিশুদের দূরে রাখতে হবে। অবলা প্রাণীদের প্রতি যত্নবান হওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি কুকুর ঘেউ ঘেউ করলে বা ধাওয়া করলে তা এড়িয়ে চলার কথা শিশুমনে ঢুকিয়ে দেওয়ার বিষয়েও উল্লেখ করা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতরের এই নতুন নির্দেশিকা  আসলে পথের ঘুরে বেড়ানো,হেলায় ফেলায় শুয়ে থাকা কুকুরদের রক্ষা করার গাইডলাইন।

Related Articles