
Truth Of Bengal: ৪৪ তম জেলা বইমেলার শুভ সূচনা হল আজ বহরমপুরে। সাতদিন ব্যাপী এই বইমেলা বহরমপুর ব্যারাক স্কোয়ারের ময়দানে চলবে। প্রায় ৯৫ টি স্টল রয়েছে এই জেলা বইমেলায়। বুধবার প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে এই বইমেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পুলিশ সুপার শ্রী সূর্য প্রতাপ যাদব, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ, জেলার বিশিষ্ট কবি অশোক দাস, অতিরিক্ত জেলাশাসক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবারের মেলা চলবে ১৭ই ডিসেম্বর পর্যন্ত। জেলার পাঁচটি মহকুমার মানুষেরা এই মেলায় ভিড় জমাবেন। এই বইমেলায় প্রতিবছর লক্ষ্যনীয় মাত্রায় বই বিক্রি হয়। প্রকাশনী সংস্থারা মেলায় বইয়ের স্টল দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। তবে এবার জেলা বইমেলায় থাকছে না অন্যান্য বছরের মতন বাংলাদেশের বইয়ের স্টল। এতে তাদের খানিক সুবিধাই হয়েছে। এবছর বাংলাদেশের কোন প্রতিনিধি এসে পৌঁছায়নি। জেলা থেকেও কোন আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানালেন জেলা গ্রন্থাগার আধিকারিক।
বহরমপুরের বাসিন্দা তথা অধ্যাপক সমিত মন্ডলের বক্তব্য, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানকার কিছু মানুষের ভারত বিদ্বেষী কথাবার্তায় আমরা ব্যথিত। এই ঘটনা খুবই দুঃখজনক। তাই কর্তৃপক্ষের সিধান্ত একদমই যথাযথ।
ইন্দ্রপ্রস্থের বাসিন্দা টুম্পা চৌধুরীর বক্তব্য, বাংলাদেশের স্টলে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে বই বিক্রি হয়। কিন্তু বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকার প্রতি অবমাননা করা হয়েছে, তা খুবই নিন্দনীয়। তাই বাংলাদেশের বইয়ের স্টল রাখতে না দেওয়া অত্যন্ত যুক্তিযুক্ত।