রাজ্যের খবর

আবার গণপিটুনি রাজ্যে! এবার বলি তারকেশ্বরের যুবক, গত ৩ দিনে গণপ্রহারে মৃত ৫

Mass beating again in the state! Now let me tell you the youth of Tarkeswar, 5 people died in last 3 days

The Truth Of Bengal : ফের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা রাজ্যে। বউবাজার-সল্টলেক-পাণ্ডুয়া-ঝাড়গ্রামের পর এবার হুগলির তারকেশ্বর। চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মান্না (২৩) । তিনি পেশায় গাড়ির চালক। এই নিয়ে শুক্র, শনি, রবি-পরপর তিন দিন বাংলায় গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল।

মৃত ওই যুবকের পরিবার সূত্রে খবর, রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। চুরির অপবাদ দিয়ে তাকে হাত-পা বেঁধে পাইপ, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের অভিযোগ মৃতেরই দূরসম্পর্কের আত্মীয়ের বিরুদ্ধে। মৃত বিশ্বজিতের মায়ের বক্তব্য, চোর সন্দেহে তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাড়ারই কয়েকজন। একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে পাইপ, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাঁর ছেলে চুরি করেনি বলে বারবার আকুতি মিনতি করলেও তাঁর কথা শোনেনি কেউ। তাদের মারের চোটে অজ্ঞান হয়ে পড়ে বিশ্বজিৎ। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।

রাজ্যে পরপর গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আশঙ্কা বাড়ছে। গত তিন দিনে মোট ৫ জনের মৃত্যুর খবর আসছে। রাজ্যের একাধিক জায়গায় গণপিটুনির অভিযোগ উঠছে। কোথাও ছেলেধরা সন্দেহে, কোথাও চোর সন্দেহে উঠছে গণপিটুনির অভিযোগ। এই নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসনও। প্রশাসনের তরফে বারবার আবেদন করা হচ্ছে, আইন হাতে নিয়ে নিজেরাই বিচার করার চেষ্টা কখনোই সমাধান নয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাইকে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই নৃশংসতা ও আইন অমান্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি তুলেছেন। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Related Articles