ললিপপের পাল্টা আমলকী, মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ বিএনপি নেতার
Lollipop's counter-argument: BNP leader makes ugly attack on Chief Minister

Truth Of Bengal: যারা বলছে বাংলা বিহার ওড়িশা দখল করে নেব আর আমরা ললিপপ খাবো, এটা ভাবার কোন কারণ নেই। এত বড় হিম্মত আপনাদের কেন কারোর নেই। আমরা ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সচেতন নাগরিক, আমরা যথেষ্ট সক্রিয়। বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বিধানসভায় কড়া বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বাংলাদেশ প্রাক্তন সেনাদের একাংশের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল ভারতের বাংলা বিহার ওড়িশা দখল করে নেওয়ার। এমনকি কলকাতা দখল নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কারও হিম্মত নেই। এমন কিছু করতে এলে আমরা ললিপপ চুষবো না। এর জবাব দিতে গিয়ে কুৎসিত মন্তব্য করলেন বাংলাদেশের বিএনপি নেতা। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাব?’