রাজ্যের খবর

Lok Sabha Election 2024 : জয় পেতে মরিয়া বিজেপি প্রার্থী, শেষমেশ নিজের শরীরের রক্ত নিবেদন

Lok Sabha Election 2024: BJP candidate desperate to win, finally donates his body's blood

The Truth Of Bengal : সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর : নিজেদের শরীরের রক্ত দিয়ে পুজো নিবেদন করে কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রা কালীর কাছে বিজেপি প্রার্থী কার্তিক পালকে জয়ী করার প্রার্থনা জানালেন রক্তদান আন্দোলনে যুক্তরা। শুক্রবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ।

তার আগে বৃহস্পতিবার সন্তোষ বেঙ্গানীর নেতৃত্বে নিয়মিত রক্তদানে যুক্ত কালিয়াগঞ্জের একদল রক্তদাতা মা বয়রা কালীমন্দিরে পুজো দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক পালের জয়ের প্রার্থণা জানিয়ে। মনস্কামনা পুরণে পাঠা, কবুতর এবং ফল বা কুমরো বলিদানের মতো রেওয়াজ চালু আছে ভারতীয় হিন্দু সংস্কৃতিতে।

তবে, কোন রাজনৈতিক দলের প্রার্থীর জয়ের প্রার্থণা করে মা কালীর চরণে নিজেদের শরীরের রক্ত দিয়ে পুজো নিবেদনের এই ঘটনা উত্তর দিনাজপুর বটেই, ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন বলা যেতেই পারে।

Related Articles