রাজ্যের খবর

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চালু করা হোক কন্যাশ্রী, দাবি অভিভাবকদের

Kanyashree should be introduced in Central University, parents demand

The Truth of Bengal: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চালু করা হোক কন্যাশ্রী। বিশ্বভারতীর পাঠভবনও শিক্ষাসত্রের অভিভাবকরা তাই এবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। পড়ুয়াদের রাজ্যের অনুদান দেওয়ার এই আর্জি বাংলার প্রকল্পের কার্যকারিতা অনেকটাই বাড়াবে বলে আশা অভিভাবকদের। তাতে নারীশিক্ষার বিস্তার লাভ করবে বলে শিক্ষামহলের অভিমত।

নারীশিক্ষার প্রসারে বাংলার সরকারের একাধিক প্রকল্পের মতোই চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প। মেয়েদের পড়াশোনার সুবিধার জন্য দেওয়া হয় এককালীন অর্থ সাহায্য। নবম শ্রেণির ছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সবাই কন্যাশ্রী প্রকল্পে বার্ষিক আর্থিক সাহায্য পেতে পারে। ১৮ বছর পার হলেই পাওয়া যায় এককালীন টাকা। ১৩ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়েদের পড়াশোনায় খরচ করার জন্য বছরে ১০০০ টাকা পায়। ১৮ বছরের পরেও তারা অবিবাহিত থাকলে এককালীন দেওয়া হয় ২৫ হাজার টাকা। ইতিমধ্যে ‘কন্যাশ্রী প্রকল্প’ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ২০১৭ সালে এই প্রকল্প পেয়েছে রাষ্ট্রসংঘের সম্মান। এবার সেই বিশ্বখ্যাত প্রকল্প বিশ্বভারতীতে চালু করার জন্য অভিভাবকদের তরফ থেকে উঠল দাবি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের  পাঠ ভবন ও শিক্ষাসত্রে পাঠরত  ছাত্রীদের এই সুযোগ দেওয়ার আবেদন করেছেন অভিভাবকরা।

বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের আচার্য।এতদিন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পায়নি।অবস্থা বদলেছে,রাজ্য সরকার চাইছে বিশ্বভারতীর পড়ুয়ারাও এই কন্যাশ্রীর সুযোগ পাক।যাতে আরও বেশি ছাত্রীরা তাঁদের শিক্ষায় আগ্রহী হয়। এই দাবি নিয়ে বিশ্বভারতীর উপাচার্য কে অভিভাবকরা গণস্বাক্ষর অভিযান করেছেন। অভিভাবকদের সম্মতিক্রমে একটি চিঠি উপাচার্যকে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের দাবি বিশ্বভারতীতে মিড ডে মিল প্রকল্পও চালু করা হোক বিশ্বভারতীতে।যাতে দুঃস্থ ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়।