রাজ্যের খবর

আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে! নাগরদোলা থেকে পড়ে মৃত কিশোরী

Joy turned to sadness in an instant! Teenage girl falls to her death from a swing

Truth of Bengal: গোসাবার কুমিরমারী গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রী সায়ন্তনী মণ্ডলের (১৭)। নাগরদোলায় ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুমিরমারী গ্রামে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। তারই সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্যে নাগরদোলার ব্যবস্থাও ছিল। সায়ন্তনী তার বন্ধুদের সঙ্গে নাগরদোলায় উঠেছিল। সেই সময়ই আচমকা ছিটকে নিচে পড়ে যায় সে।

মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে স্পিড বোটে করে ধামাখালিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় সায়ন্তনীর।

এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা ও আত্মীয়স্বজন। স্থানীয় এলাকাতেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কয়েকদিন আগেই বারুইপুরে এক মেলাতে নাগরদোলা থেকে পড়ে তিনজন আহত হয়েছিলেন। যদিও সেবার কেউ প্রাণ হারাননি। এবার কুমিরমারীর দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ায় নাগরদোলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ ইতিমধ্যেই সায়ন্তনীর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। নাগরদোলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নাগরদোলার মালিক অমল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে, জানা যাচ্ছে, নাগরদোলায় কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না।

এই দুর্ঘটনা প্রশাসনের নজরে আসার পর নাগরদোলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। তবে এমন দুঃখজনক ঘটনায় সায়ন্তনীর পরিবার ও বন্ধুরা এখন শুধুই শোকে মুহ্যমান।

Related Articles