শান্তিনিকেতনে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
International Mother Language Day was celebrated in Santiniketan

The Truth Of Bengal : প্রতি বছরের মতো এ বারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে বিশ্বভারতী। গোটা বিশ্বের সঙ্গে বুধবার শান্তিনিকেতনের বিশ্বভারতীতেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। বুধবার বিশ্বভারতীর সমস্ত স্তরের কর্মীরা এবং বিশ্বভারতীর বাংলাদেশ ভবন ও ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান পালন করল ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে , ” আমার ভাইয়ের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।”এই গান গাইতে গাইতে বুধবার ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেলের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় এবং বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে এসে সেই শোভাযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে বাংলাদেশ ভবনে শহিদ বেদীতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় । সেখানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্বাগত বক্তব্য দেয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক সহ অন্যান্য কর্মীরা ।
পাশাপাশি বুধবার সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। আমাদের ভাষা বাংলা তাই বাংলা ভাষাভাষির সমস্ত মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য ২১ শে ফেব্রুয়ারি দিনটি যেমন একদিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়,অপরদিকে শহীদ দিবস হিসেবেও পালন করা হয় । কারণ ১৯৫২ সালের আজকের দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি করে যারফলে কয়েকজন তরুণ শহীদ হন। এই কারণেই ২১ ফেব্রুয়ার ভাষা দিবসের পাশাপাশি শহীদ দিবস হিসেবেও পালন করা হয় ।
Free Access