রাজ্যের খবর

উত্তর দিনাজপুরে সপ্তাহে দুটি ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

In North Dinajpur two robberies in a week in Chanchalya area

The Truth Of Bengal, সুব্রত বিশ্বাস, চাকুলিয়া, উত্তর দিনাজপুরঃ গত সোমবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের লালগঞ্জ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ২০ জনের এক ডাকাত দল এসে সর্বস্ব লুট করে চম্পট দেয়। ঘটনার দুই দিন পার হতে না হতেই ফের বুধবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের জনতাহাট বাজিসহর এলাকায় ওষুধ ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়িতে দুঃসাহসী ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

জানা যায়, পরিতোষ বাবু এবং তার পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ২০ জনের একটি ডাকাত দল জানালা কেটে বাসের সিঁড়ি দিয়ে পরিতোষ বাবুর ঘরে ঢোকে। ঘরে ঢুকেই পরিতোষ বাবুর স্ত্রীর গায়ে নেশা জাতীয় দ্রব্য ছুড়ে অজ্ঞান করে।

তারপর পরিতোষ বাবুকে ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে চম্পট দেয়। পরবর্তি সময়ে স্থানীয়রা এসে পুলিশ কে ফোন করলে ঘটনা স্থলে পুলিশ আসে। এদিকে পরপর এরকম ঘটনা ঘটায় এলাকাবাসী আতঙ্কিত।ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।

FREE ACCESS

Related Articles