
Truth Of Bengal: শিলিগুড়ি পুরোনিগমের উদ্যোগে ভাঙ্গা হলো অবৈধ নির্মাণ। দুবার নোটিশ পাঠানোর পরও গোডাউন মালিক কোন ব্যবস্থা না নেওয়ায় পুর কর্মীরা গিয়ে ভাঙলো সেই বেআইনি নির্মাণ। আগামী দিনেও শিলিগুড়ি পুর নিগম এলাকায় এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।
অবৈধ নির্মাণ ও জমি দখল নিয়ে প্রশাসনকে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই লাগাতার ভাবে রাজ্যের একাধিক জায়গায় অবৈধ নির্মাণ ও জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা দেয় প্রশাসন। দখলদারকারীদের প্রশাসনিক স্তরে নোটিশ পাঠানো হয়। মঙ্গলবার আবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পুরো নিগম।
পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের শিবরাম পল্লী এলাকায় অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙ্গে দিল পুর নিগম। ছুটির খবর কোন প্ল্যান ছাড়াই তৈরি করা অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়ার নোটিশ পাঠানো হয় ওই গোডাউন মালিককে। একবার নয় দু’বার নোটিশের পরও কোনরকম ব্যবস্থা না নেওয়ায়। পুর নিগমের কর্মীরা গিয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কাজ শুরু করে।
প্রথমে গোডাউন মালিকের সঙ্গে পুর নিগমের কর্মীদের বচসা তৈরি হয়। এরপর পুর আধিকারিকদের তরফ থেকে ওই গোডাউন মালিক কে নোটিশ পাঠানোর বিষয়ে অবগত করা হয়। অবৈধ নির্মাণ ও দখলদারী মুক্ত পুরো নিগম তৈরি করতে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানানো হয়। শিলিগুড়ি পুর নিগমের তরফে।