রাজ্যের খবর
Trending

নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি-জমি, অবিলম্বে বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের বাসিন্দাদের…

Houses and lands are sinking under the river, the residents of the riverbanks demand immediate construction of a dam.

The Truth Of Bengal : দীর্ঘদিন ধরে দাবি উঠলেও এখনও নদীবাঁধ নির্মাণ হয়নি। বাঁধ তৈরি না হওয়ায় চাষের জমি, বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীপাড়ের আশপাশে বসবাসকারী মানুষ প্রহর গুণছে বিপদের। কোচবিহারের দিনহাটা-১ ব্লকের সিতাই বিধানসভা কেন্দ্রের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি মদনাকুড়া গ্রামে প্রায় ২৫০টি পরিবার আশঙ্কা সঙ্গী করে দিন কাটাচ্ছে।

এলাকায় নদীপাড় ভাঙন বড় সমস্যা। বিশেষ করে বর্ষার সময় ভেঙেই চলে নদীবাঁধ। এখন বছরের অন্য সময়ও ভাঙন অব্যাহত। দীর্ঘদিন ধরে দাবি উঠলেও এখনও নদীবাঁধ নির্মাণ হয়নি। বাঁধ তৈরি না হওয়ায় চাষের জমি, বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীপাড়ের আশপাশে বসবাসকারী মানুষ প্রহর গুণছে বিপদের। কোচবিহারের দিনহাটা-১ ব্লকের সিতাই বিধানসভা কেন্দ্রের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি মদনাকুড়া গ্রামে প্রায় ২৫০টি পরিবার একরাশ আশঙ্কা সঙ্গী করে দিন কাটাচ্ছে। বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় সিঙ্গিমারি নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় ইতিমধ্যে চাষের জমি সহ বেশকিছু বসত বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ঘরছাড়া হয়েছে বেশ কয়েকটি পরিবার। অবিলম্বে নদীবাঁধ নির্মাণ না হলে অবশিষ্ট চাষের জমি ও বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন এলাকার লোকজন।

বাঁধ নির্মাণের ওয়ার্ক অর্ডার হয়ে গেলেও কাজ শুরু হয়নি। নানা টালবাহানায় থমকে আছে সেই কাজ। আর মাসুল দিতে হচ্ছে এলাকাবাসীর। স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি জানিয়েছেন, দ্রুত কাজ করার জন্য ফের আবেদন জানানো হবে বিভাগীয় দফতরে।

পাড় ভাঙতে ভাঙতে নদী ক্রমশ চওড়া হচ্ছে। অবিলম্বে নদীবাঁধ নির্মাণ না হলে অবশিষ্ট চাষের জমি ও বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই এলাকার মানুষের দাবি, জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শুরু হোক।

Free Access

Related Articles