চন্দ্রবোড়া সাপকে গিলে খাচ্ছে গোখরো! এও কি সম্ভব? দেখুন সেই ভাইরাল ছবি
Gokhro is swallowing Chandrabora snake! Is this even possible? See that viral picture

The Truth Of Bengal : একেবারে আস্ত একটি মোটাসোটা চন্দ্রবোড়া সাপকে গিলে খাচ্ছে গোখরো! এও কি সম্ভব? হ্যাঁ, বিষধর খাদ্য হিসেবে বেছে নিয়েছে আরেক বিষধরকে। আর সেই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ঘোরাফেরা করছে। যেখানে দেখা যাচ্ছে এটি বিষধর গোখরা সাপ আরেকটি মোটাসোঁটা চন্দ্রবোড়া সাপকে একেবারে আস্ত গিলে খাচ্ছে। আর এই ছবি দেখে রীতিমত অবাক নেটিজেনরা।ঘটনাটি ভাতার থানার অন্তর্গত হাটকানপুর গ্রামে। সর্প বিশেষজ্ঞদের দাবি, ” এটা একেবারেই অতি সাধারণ বিষয়। বেশ জনবহুল এলাকায় বসবাস করা বিষধর গোখরো কোনদিনই ফাঁকা মাঠে বসবাসকারী চন্দ্রবড়ার সাথে মিল হয় না। শুধু তাই নয়, এদের মধ্যে সম্পর্ক একেবারে খাদ্য ও খাদকের।
প্রত্যন্ত গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। তাই একেবারে বাড়ির পাশেই রয়েছে চাষের জমি। এছাড়াও রয়েছে বহু ঝোপঝাড়। হাটকানপুর গ্রামের গৃহস্থের বাড়ির পাশেই একটি ঝোপের মধ্যে দেখা যায় এই দুটি বিষধর সাপকে। এরপর একজন স্থানীয় এই ঘটনাটি দেখে এলাকাবাসীদের খবর দেয়। এলাকাবাসীরা ছুটি এসে দেখে ততক্ষণে চন্দ্রপাড়া সাপকে প্রায় অর্ধেক গিলে খেয়ে ফেলেছে গোখরো। আর বাকি অংশটি গিলতে রীতিমত কষ্ট করছে। আর এই ঘটনার ছবি রাতে রাতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।