আবারও গ্রেফতার চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল
Four Bangladeshis, including an Indian broker, arrested again

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: আবারও বিশেষ অভিযান চালিয়ে চার বাংলাদেশি সহ পুলিশের জালে গ্রেফতার এক ভারতীয় দালাল। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ওই চার অনুপ্রবেশকারী মাস দুয়েক আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এরপর এক দালাল চক্রের সহযোগিতা নিয়ে গা ঢাকা দিয়েছিল ওই অনুপ্রবেশকারীরা। শনিবার রাতে চার অনুপ্রবেশকারী সীমান্ত পার করে বাংলাদেশে যাওয়ার ছক করছিল। সেই সময় খবর আসে নদীয়ার হাঁসখালি থানা পুলিশের কাছে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে। তবে পাঁচ জনের বিরুদ্ধে একটি সংশ্লিষ্ট ধারাই মামলা দায়ের করা হয়েছে হাঁসখালি থানায়। আর সেই মোতাবেক রবিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়।

অন্যদিকে, ওই চার বাংলাদেশিকে কতদিন আশ্রয় দিয়ে রেখেছিল দালালচক্রে জড়িত ব্যক্তিরা সেই তদন্তের স্বার্থে আদালতে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। জানা গেছে, চার বাংলাদেশির নাম, জসিম উদ্দিন ইসলাম, বাড়ি বাংলাদেশের মহেশপুরে, বাহারুল এসকে, বাড়ি খোলনা জেলায়, কুদ্দুস সরকার, নড়াইল আকলিমা সরদার জেলা খুলনা। এছাড়াও জানা যায়, ভারতীয় দালাল চক্রের মধ্যে রয়েছে রাজীব বিশ্বাস নামে এক ব্যক্তি।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রত্যেক অনুপ্রবেশকারী এই ধরনের দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের সহযোগিতা নিয়ে গা ঢাকা দিয়ে থাকছে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাই এই দুটি শ্রেণীকে দমন করতে পুলিশের এই লাগাতার অভিযান।