বারুইপুরে বাজি হাবের শিলান্যাস, হাবড়া থেকে সূচনা মুখ্যমন্ত্রীর
Foundation laying of Baji Hub at Baruipur

The Truth of Bengal: অবশেষে বহু প্রতীক্ষার অবসান। বারুইপুরে সবুজ বাজি হাব অর্থাৎ সবুজ বাজি বিক্রয় কেন্দ্রের শিলান্যাস হয়ে গেল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হাবড়ায় প্রশাসনিক বৈঠক থেকে শিলান্যাস হয়েছে। বারুইপুরের কাটাখালে এই হাবের সূচনা করেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। এই বাজি হাবে মোট ৫৮০টি দোকান থাকবে। হাবটি গড়ে উঠবে ৬২ বিঘে জমির ওপর। থাকবে সব ধরনের ব্যবস্থা। যেহেতু বাজি হাব, তাই নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হবে।
অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে অত্যাধুনিক। প্রাথমিক ভাবে ৪৪টি দোকান নির্মাণ হবে। তারপর ধাপে ধাপে হাবটি গড়ে তোলা হবে। এই প্রকল্পে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় হবে। সরকারি উদ্যোগে গড়ে উঠতে চলা এই বাজি হাবের হাত ধরে সাউথ গড়িয়া, বেগমপুর, চম্পাহাটি পঞ্চায়েত এলাকার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বাজি শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। কিছু দিন আগে হাড়ালে বাজি দুর্ঘটনায় বড় বিপত্তি হয়েছিল।
সেই ঘটনা এড়াতে কিছু দূরে কাটাখাল-উত্তরভাগ বাইপাসে খালের ধারে এই সবুজ বাজি বিক্রয় কেন্দ্র নির্মাণ হবে। হাব গড়ে ওঠার পাশাপাশি পরবর্তী কালে গড়ে উঠবে বাজি ক্লাস্টার। সেখানে সবুজ বাজি তৈরি হবে। অর্থাৎ বাজি তৈরি ও বিক্রিতে থাকবে নিয়ন্ত্রণ। একটা জায়গায় এটা হলে নজরদারি চালাতেও সুবিধা হবে। এলাকার মানুষের পাশপাশি বাজি শিল্পের সঙ্গে যুক্তরা অনেকদিন ধরে চাইছিলেন হাব গড়ে উঠুক। অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই হাবের শিলান্যাস হয়ে গেল।