রাজ্যের খবর

গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন মহিলা সিভিক ভলেন্টিয়ার

Female civic volunteer dies after being hit by car

Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া: ডিউটি করে দিন শেষে আর বাড়ি ফেরা হলো না মহিলা সিভিক ভলেন্টিয়ারের। পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের নাম রুমকি হাজরা, তিনি হাওড়া রিজার্ভ অফিসে সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন। তাঁর বাড়ি মল্লিক ফটকের জেল গেটের কাছে।

শনিবার রাতে ডিউটি সেরে নিজের বাড়ির উদ্দেশ্যে সাইকেল নিয়ে ফিরছিল। সে সময় হঠাৎই একটি ডাম্পার তাকে ধাক্কা মেরে তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের দেহ। ঘাতক গাড়িটিকে সিসিটিভি দেখে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles